কঞ্জন কান্তি চক্রবর্তী :
ঝালকাঠিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে চাল বিক্রয় শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সারে ৯ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কর্মসুচির উদ্বোধন করেন আমির হোসেন আমু। ঝালকাঠি জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
অনুষ্ঠানের শেষে প্রেস ব্রিফিংএ জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ঝালকাঠি জেলায় মোট ৩২ হাজার ১৪০ জন মানুষ ৩০ টাকা কেজি দরে প্রতিদিন ৫ কেজি করে মাসে ২২ দিন চাল পাবেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেন, বিশ্ব বাজারে মূল্য বৃদ্ধির কারনে বাংলাদেশে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি হয়েছে। তাই নিন্ম আয়ের মানুষের কথা চিন্তা করে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ৩০ টাকা কেজি দরে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শেখ হাসিনার যুগান্তকারি পদক্ষেপের কারনে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।
