হোম অন্যান্যসারাদেশ শ্যামনগর ইসমাইলপুর সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন। রমজান সভাপতি, মোক্তার সম্পাদক

এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত ৩নং শ্যামনগর সদর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের ঐতিহ্যবাহী ইসমাইলপুর সমাজ কল্যাণ সংঘের দ্বীবার্ষিক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৯ আগষ্ট) বিকাল ৫টায় ইসমাইলপুর সমাজ কল্যাণ সংঘ কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের স্পেশাল পিপি, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, ৩ নং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্যা দেলোয়ারা বেগম।

উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে মো. রমজান আলী কয়ালকে সভাপতি, মো. শফিকুল ইসলামকে সহ সভাপতি, মো. মোক্তার আলী কয়ালকে সাধারণ সম্পাদক, মো. সিরাজ কয়ালকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. শাহজাহান কাগুচীকে কোষাধ্যক্ষ, মো. মোজাম্মেল হক মোজামকে সাংগঠনিক সম্পাদক, মো. খলিলুর রহমানকে সহ সাংগঠনিক সম্পাদক, মো. আরিফুল ইসলামকে প্রচার সম্পাদক, মো. সোহেল রানাকে যুগ্ম সম্পাদক, মো. ফিরোজ হোসেনকে ক্রীড়া সম্পাদক, মো. নজরুল কয়ালকে সাহিত্য সম্পাদক, মো. সুমন সরদারকে পাঠাগার সম্পাদক, মো. রবিউল কয়ালকে সহ-পাঠাগার সম্পাদক, মো. আব্দুর রশিদকে সাংস্কৃতিক সম্পাদক, মো. মফিজুর রহমানকে দপ্তর সম্পাদক করে আগামী ০২ (দুই) বছরের জন্য ইসমাইলপুর সমাজ কল্যাণ সংঘের কার্যকরী কমিটির অনুমোদন দেন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. জহুরুল হায়দার বাবু বলেন, ইসমাইলপুর সমাজ কল্যাণ সংঘ বহু পুরাতন একটি প্রতিষ্ঠিত ক্লাব। বহুবছর যাবৎ এই ক্লাবটি সমাজ উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করে আসছে। আমি সর্বক্ষেত্রে ইসমাইলপুর সমাজ কল্যাণ সংঘের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো। সর্বশেষ ক্লাবের উন্নতি কামনা করে সুদ-ঘুষ দালাল ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসমাইলপুর সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা, সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসমাইলপুর সমাজ কল্যাণ সংঘের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক মোজাম।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন