হোম আন্তর্জাতিক ভারতের অসমে ভয়াবহ ভূমিধসে মৃত-২০; আহত অসংখ্য

ভারতের অসমে ভয়াবহ ভূমিধসে মৃত-২০; আহত অসংখ্য

কর্তৃক
০ মন্তব্য 95 ভিউজ

বিদেশ ডেস্ক:

বন্যাবিধ্বস্ত অসমে মারাত্মক দুর্ঘটনা। ভয়াবহ ভূমিধসের জেরে প্রাণ হারালেন কমপক্ষে ২০ জন মানুষ। আহত হয়েছেন আরও অনেকে।

জানা গিয়েছে, দক্ষিণ অসমে এই দুর্ঘটনা ঘটেছে। যে ২০ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে বেশিরভাগ লোকই দক্ষিণ অসমের বারাক উপত্যকা এলাকার তিনটি আলাদা জেলার বলে জানা গিয়েছে। ওই এলাকায় বিগত বেশ কয়েকদিন ধরে মারাত্মক বৃষ্টি হছে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার নিহতদের মধ্যে কাছার জেলার সাতজন, হাইলাকান্দি জেলার সাতজন ও করিমগঞ্জ জেলার ৬ জন রয়েছে বলে সূত্রের খবর। আরও অনেকে আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে গিয়েছে উদ্ধারকারী দল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন