হোম জাতীয় ইয়াবাসহ চারজনকে আটকের পর তিনজনকেই ছেড়ে দিল পুলিশ

জাতীয় ডেস্ক :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইয়াবাসহ চারজনকে আটকের পর তিনজনকেই ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ বলছে, আটক অন্যদের কাছে কোনো মাদক না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার (২৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার নেকমরদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে ১০ পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিসহ চারজনকে আটক করে পুলিশ। এ সময় আশরাফুল ও স্ত্রীসহ একই প্রাইভেটকার থাকা চারজনকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া প্রাইভেটকারটিও (ঢাকা মেট্রো গ-১৪-৪১৫২) জব্দ করে পুলিশ। তবে ভোরে গাড়ির ড্রাইভারসহ আটক দুই নারীকে ছেড়ে দেয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, টাকার বিনিময়ে অন্যদের ছেড়ে দিয়ে শুধু আশরাফুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী বিষয়টি তদন্তের দাবি করেছেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ‘১০ পিস ইয়াবাসহ আশরাফুলকে আটক করা হয়। তার সঙ্গে একই গাড়িতে অন্যরা থাকলেও তাদের কাছে মাদক পাওয়া যায়নি বলেই তাদের ছেড়ে দেয়া হয়েছে। আর আটক আশরাফুলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন