হোম জাতীয় মারা গেল গণধর্ষণের শিকার স্কুলছাত্রী মিম

জাতীয় ডেস্ক :

ফরিদপুরের ভাঙ্গায় গণধর্ষণের শিকার মিম আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী কীটনাশক পানের পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছে।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে মৃত্যু হয় তার। এর আগে গত শুক্রবার (২৬ আগস্ট) রাতে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

মিমের বোন জানান, তাদের বাড়ি ফরিদপুর ভাঙ্গা উপজেলার হাজরাকান্দা গ্রামে। মিম দ্বিগনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে ছিল। দুই ভাই ও দুই বোনের মধ্যে মিম ছিল তৃতীয়। গত বুধবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে বাড়ি থেকে বাইরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যায় মিম। তখন আগে থেকেই ওঁত পেতে থাকা রাব্বীসহ (২৩) আরও দুজন তার মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে। কাউকে বিষয়টি না জানাতে হুমকি দেয় তারা।

তিনি আরও জানান, সেদিন রাত ১২টার দিকে ঘরে ফেরে মিম। দেরি করে ঘরে আসার কথা জিজ্ঞাসা করলে কিছুই বলে না। শুধু বলে আমি বাঁচব না, মরে যাব। রাত ৩টার দিকে হঠাৎ মিম চিৎকার করে বলে আমার বুক জ্বলে যাচ্ছে। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফরিদপুরে মিমের অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে মিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যায় সে।

স্বজনরা জানান, রাব্বী সম্পর্কে মিমের ফুফাতো ভাই। ছয় থেকে সাত মাস আগে রাব্বীর মা রব্বাীর সঙ্গে মিমের বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বিয়েতে রাজি হননি মিমের মা। এই ক্ষোভেই রাব্বী ও তার বন্ধুরা মিলে মিমকে ধর্ষণ করেছে। মিমের মৃত্যুর জন্য রাব্বীর ফাঁসি চান তারা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন