হোম অন্যান্যসারাদেশ মণিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত অধ্যাপক এম এ রাজ্জাকের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

রবিবার (২৮ আগস্ট) বিকেলে মণিরামপুর প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত অধ্যাপক এম, এ রাজ্জাকের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ লিটনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দীন খান আজম, সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, সাবেক সভাপতি এস.এম মজনুর রহমান, সহ-সভাপতি জি.এম ফারুক আলম, ইলিয়াস হোসেন, নির্বাহী সদস্য অধ্যাপক বোরহান উদ্দীন জাকির, মনিরুজ্জামান মনির, সাবেক নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, সিনিয়র সদস্য ডাঃ এস রহমান প্রমুখ।

এ সময় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোতাহার হোসেনের মরহুমা মাতা ও সাবেক নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হকের সদ্য প্রয়াত বড় ভাই মাস্টার আজিজুর রহমান স্মরণে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন নির্বাহী সদস্য অধ্যাপক বোরহান উদ্দীন জাকির।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন