হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের কর্মবিরতি শেষে প্রতিবাদ সমাবেশ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের ২দিন ব্যাপি কর্মবিরতি শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এ্যাসোসিয়েশন কলারোয়া উপজেলা শাখার আয়োজনে ২দিন কর্মবিরতির পর রবিবার (২৮ আগষ্ট) বিকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

নিবন্ধিত হোমিওপ্যাথিক ডাক্তারদের গ্রেফতার, মামলা ও হয়রানীর প্রতিবাদে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আহবানে কলারোয়া মেডিকেল কলেজ শাখা ২দিন ব্যাপি এই কর্মবিরতি পালন করে।

প্রতিবাদ সমাবেশে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল জব্বার, ডাক্তার সিরাজ খান, ডাঃ সুধাংশু হোড়, ডাঃ মিয়ারাজ হোসেন, ডাঃ মিজানুর রহমান, ডাঃ শান্ত কুমার পাল, ডাঃ তপন কুমার মন্ডল সহ উপজেলার ৪৭ জন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকগণ। বক্তারা, নিবন্ধিত এইচএমএল(ডিপ্লোমা ইন- হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী) হোমিওপ্যাথিক চিকিৎসকগণের নামের পূর্বে ডাক্তার( ডাঃ) পদবী ব্যবহার, চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা ও অযাচিত হয়রানী বন্ধকরণ সহ বিভিন্ন দাবীর কথা তুলে ধরেন ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন