ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে একটি জালিয়াতী মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সৈয়দ আছাদুজ্জামান (৫৫) ও সৈয়দ মনি (৪৮) কে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে এইআই আাশিক ও এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ সংগীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে উপজেলার পিলজংগ গ্রাম থেকে তাদের দুই ভাইকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুই ভাই পিলজংগ গ্রামের মৃত সৈয়দ মহব্বত আলীর ছেলে।
পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা জমি জাল-দলির জালিয়াতী মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। মামলা নং সিআর-১৫৪/২২। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
