হোম অন্যান্যসারাদেশ ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন সহযোগিতা করছেন ইউপি সদস্য

এম. জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়নেরর বাইন তলায় বি কে মাধ্যমিক বিদ্যালয় এর সামনে গত ১ মাস ধরে বালু উত্তোলন করছে বহিরাগত পেশাদার বালু উত্তোলন কারী মোঃ হবি ও স্থানীয় মোঃ রযব আলী বলে জানা যায় ।

সরজমিন পদ্মাপুকুর ইউনিয়নের বাইন তলায় গিয়ে দেখা যায় চিংড়ি চাষের ঘেরে বোরিং মেশিন লাগানো ও বালু উত্তোলন চলছে।

এসময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে জানানো হলে তিনি বেশ ২ ঘন্টা পরে আসে ও এসময় প্রতিবেদকের সাথে স্থানীয় ইউপি সদস্য লিয়াকাত হোসেন খোকন বালু উত্তোলন কারী দের পক্ষ হয়ে বলেন আপনাদের কি সমস্যা প্রতিবেদক বলেন যে এটা অবৈধ কাজ এটা বন্ধ হোক এটা চাই ।

তিনি বলেন আপনারা কজন সাংবাদিক দেশে উন্নায়ন করবেন করে উল্টে ফেলবেন আপনাদের দেখছি তবে এটা একজন জন প্রতিনিধি হয়ে কতটা সমচীন হলো সংশ্লিষ্ট দের কাছে জানতে চায় প্রতিবেদক?

এদিকে উপজেলা নিবার্হী কর্মকর্তা নির্দেশে স্থানীয় গ্ৰাম পুলিশের সহযোগিতায় ৪৫ টি পাইপ অত্র ওয়াডের মেম্মার লিকাত কাছে লিখিত ভাবে জীম্য়ায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন