হোম অন্যান্যসারাদেশ প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত মুজিব বর্ষে গৃহ পাইবার দাবীতে আশাশুনিতে ভূমিহীন সমাবেশ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত মুজিব বর্ষে গৃহ নির্মান প্রকল্পের আওতায় ঘর না পাওয়া বঞ্চিত হওয়া ভূমিহীনদের ‍ঘর পাইবার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান উপলক্ষ্যে ও বিক্ষোভ সমাবেশ করেছে আশাশুনি উপজেলা ভূমিহীন সমিতি ও সাতক্ষীরা জেলা ভূমিহীন আন্দোলন পরিষদ।

বুধবার সকালে আশাশুনি উপজেলা ভূমিহীন সমিতির আয়োজনে ও সাতক্ষীরা জেলা ভূমিহীন আন্দোলন ব্যবস্থাপনায় মুজিববর্ষের গৃহ নির্মান প্রকল্পের আওতায় ঘর পাওয়া সহ খাষ জমিতে তাদের অধিকার বাস্তবায়ন করা সহ ভূমিদস্যুদের কবল থেকে খাষ জমি উদ্ধার ও ভুমিহীনদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও ভূমিহীন নামধারী সাতক্ষীরার সামাদ ও কওছার কর্তৃক ঘর দেওয়ার কথা বলে বিভিন্ন জায়গার থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইনগতব্যবস্থা গ্রহন পূর্বক অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে নির্বাচন অফিসের সামনে সমাবেশ করে।

সমাবেশ শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ভূমিহীন অসহায় বাস্তহারাদের দাবীদাওয়া অবিলম্বে বাস্তবায়নের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারক লিপি প্রদান করতে গেলে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান তা গ্রহন না করে ভুমিহীনদের সাথে অসৎ আচারণ করেন ফলে ভূমিহীনরা চরম ক্ষুব্দ হয়ে উঠেছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ভূমিহীন সমিতি ও ভূমিহীন আন্দোলন সাতক্ষীরার আহবায়ক আব্দুস সাত্তার।

খাজরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ভূমিহীন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক এম এম সাহেব আলী, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, শেখ আজাদ হোসেন, জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি ও জেলা ভূমিহীন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মোস্তাফিজুর রহমান, জেলা তাঁতী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র সরকার,সাতক্ষীরা পৌর ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। দেবহাটা উপজেলা ভূমিহীন সমিতির সভানেত্রী আঁখি বেগম, প্রতাপনগর ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান, সমিতির নেতা ইউসুফ আলী, শোভনালী ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি মোঃ মোজাম গাজী, শোভনালী ইউনিয়নের ভূমিহীন সমিতির সভানেত্রী নাজমা খাতুন, খাজরা ইউনিয়নের সভানেত্রী ছকিনা খাতুন, বড়দল ইউনিয়ন ভূমিহীন সমিতির সাধারন সম্পাদক আবুল হোসেন রাজু, শোভনালী ইউনিয়ন ভুমিহীন সমিতির নেত্রী সাবেক মহিলা মেম্বার পূর্ণিমা রানী মন্ডলসহ জেলা ও বিভিন্ন উপজেলা ভূমিহীন সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন