মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
মোল্লাহাটে বুধবার (২৪ আগস্ট) সকাল ১০টায়, উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) অনুষ্ঠিত এ সভায় সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন ও সাংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার ব্যাপারে নেতৃবৃন্দ বক্তব্য দেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক মন্ডলী, এবং সকল সহযোগি ও অঙ্গ- সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন ও জনপ্রতিনিধি বৃন্দ।
