মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
মোল্লাহাটে বুধবার(২৪ আগস্ট) সকালে, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং জেজেএস ক্রেইন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় ক্রেইন পুষ্টি প্রকল্পের বিভিন্ন কার্যক্রমকে সঠিকভাবে বাস্তবায়ন এবং আরো বেগবান করার ব্যাপারে সদস্যবৃন্দ তাদের মতামত তুলে ধরেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী আবুল কালাম, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মিয়া ও মোল্লা মিজানুর রহমান, অধ্যক্ষ এল জাকির হোসেন, ক্রেইন প্রকল্পের জেলা এডভোকেসি এন্ড ক্যাম্পেইন কো-অর্ডিনেটর তসলিম আহম্মেদ টংকার, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, রূপান্তরের মোবিলাইজার আব্দুল করিমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধিগণ প্রমুখ। সঞ্চালনা করেন জেজেএস উপজেলা সমন্বয়কারী নবকুমার সাহা।
