খেলাধূলা ডেস্ক :
ইনজুরির কারণে এবারের এশিয়া কাপে দেখা যাবে না বড় বড় অনেক তারকাকেই। লিটন দাস, শাহিন আফ্রিদি, বুমরাহর মতো তারকারা এরইমধ্যে ঝরে গেছেন। এবার করোনার হামলায় ভারতীয় ক্রিকেট দল হারাতে বসেছে দলের কোচ রাহুল দ্রাবিড়কে। দিনকয়েক বাদেই এশিয়া কাপ আর তার ঠিক আগেই করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের এই সাবেক তারকা ব্যাটার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ দ্রাবিড়ের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে ২৭ আগস্ট। আরব আমিরাতের এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আসরের দ্বিতীয় দিনেই মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচ। এশিয়া কাপ খেলতে তাই এরইমধ্যে আমিরাতে পৌঁছে গেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তবে খেলা মাঠে গড়ানোর আগেই বড় ধাক্কা খেলেছে টিম ইন্ডিয়া। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় কোচ রাহুল দ্রাবিড়কে ছাড়াই টুর্নামেন্টে মাঠে নামতে হতে পারে তাদের। তবে তার স্থলাভিষিক্ত হয়ে কাজ করবেন ভিভিএস লক্ষণ।
ভারতের সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সফরে দলের সঙ্গে ছিলেন না কোচ রাহুল দ্রাবিড়। তার বদলে ভারতীয় দলের কোচের ভূমিকা পালন করেন আরেক সাবেক মিডল অর্ডার ব্যাটার ভিভিএস লক্ষণ।
দ্রাবিড়ের করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে অবশ্য দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে কিছু বলা হয়নি। এশিয়া কাপে তিনি থাকছেন কিনা, তাও নিশ্চিত করেনি ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাই দ্রাবিড় ঠিক কয়টি ম্যাচ মিস করবেন বা আদৌ দলের সঙ্গে থাকতে পারবেন কিনা, তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এশিয়া কাপের দল ঘোষণার আগেও বড় ধাক্কা খেয়েছিল বিসিসিআই। ইনজুরির কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেল। শেষ পর্যন্ত কোচ দ্রাবিড়ও এশিয়া কাপ মিস করলে বড় ধাক্কাই খাবে টিম ইন্ডিয়া।
