পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালীতে ষাটের দশকে বাঙ্গালী জাতিসত্তা বিকাশের আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১জুন) সকালে কাউখালী প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব কার্যালয় সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রতন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মানিক মিয়ার স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, আরটিভির জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরিকুর রহমান তারেক, দৈনিক শিক্ষা ডট কমের কাউখালী প্রতিনিধি রবিউল হাসান মনির প্রমূখ।
