হোম জাতীয় কান ধরে ওঠবসের প্রতিশোধ নিতে নিরাপত্তাকর্মীকে খুন

জাতীয় ডেস্ক :

যশোরের অভয়নগরে নিরাপত্তাকর্মী মিন্টু তরফদার (৬০) হত্যার ঘটনায় জড়িত দুইজনকে মেহেরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২২ আগস্ট) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিহত মিন্টুর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের রুখালী গ্রামের ইনাজ বিশ্বাসের ছেলে রায়হান বিশ্বাস (১৯) ও সাতক্ষীরা সদর উপজেলার কাউনডাঙ্গা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশিকুর রহমান (১৯)।

গ্রেফতার দুজনই খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা আইয়ান জুটমিলের কর্মচারী। তারা অভয়নগর উপজেলার বাসুয়ারী সুকপাড়ায় বসবাস করতেন।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, মিন্টু তরফদার নৌবন্দরের তালতলা এলাকার সরকার গ্রুপের ঘাটের নৈশপ্রহরী ছিলেন। শনিবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে অফিসের একটি কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিন্টুর স্ত্রী জুলেখা বেগম অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশের পাশাপাশি পিবিআই ছায়া তদন্ত শুরু করে। মিন্টুর মোবাইল ফোন ট্রাকিং করে ঘাতক রায়হান ও আশিককে শনাক্ত করা হয়। তারা মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার দুইজনই হত্যার দায় স্বীকার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালালের আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা আদালতকে জানিয়েছেন- সম্প্রতি গভীর রাতে অভয়নগরের তালতলা এলাকার সরকার ট্রেডার্সের সামনে ঘোরাঘুরিকালে নিরাপত্তাকর্মী মিন্টু তাদের কান ধরে ওঠবস করান। ওই অপমানের প্রতিশোধ নিতেই তারা পরিকল্পিতভাবে মিন্টুকে হত্যা করেন।

জবানবন্দি গ্রহণ শেষে দুইজনকেই কারাগারে পাঠিয়েছেন আদালত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন