বাণিজ্য ডেস্ক :
দেশের পুঁজিবাজার ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে। সবশেষ ৫ কার্যদিবসে পুঁজিবাজারের সূচকে উত্থান পরিলক্ষিত হয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৪০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া অপর দুই সূচকের মধ্যে ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৭ পয়েন্ট অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮০ পয়েন্টে রয়েছে।
এদিন সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন বেড়েছে।
ডিএসইতে ১ হাজার ৪৭৭ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গেল ২৩ জানুয়ারির পর সর্বোচ্চ লেনদেন। সেদিন ১ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়।
আজ ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১৭টির এবং ৯৯টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, মালেক স্পিনি, সাইফ পাওয়ার এবং তিতাস গ্যাস লিমিটেডের শেয়ার।
এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২২ পয়েন্টে বেড়েছে। এদিন ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪টির শেয়ার দর বেড়েছে, ৮১টির দর কমেছে এবং ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে ৩২ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৩৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন ২৭ কোটি ৬১ লাখ ৭৩ হাজার ২২১ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
