হোম জাতীয় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক কোথায়, কেমন আছেন?

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক কোথায়, কেমন আছেন?

কর্তৃক
০ মন্তব্য 103 ভিউজ

অনলাইন ডেস্ক :
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ কোথায়? তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি অফিস করছেন না। অসুস্থতাজনিত কারণে সাময়িক সময়ের জন্য অফিস করছেন না বলে জানা গেছে। তার পরিবর্তে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিন সপ্তাহের বেশি সময় ধরে তিনি অসুস্থ থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতর থেকে তিনি কী রোগে ভুগছেন সে সম্পর্কে কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়া হয়নি। স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের কাছে জিজ্ঞাসা করেও এর সদুত্তর মিলছে না।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক করোনাভাইরাসে আক্রান্ত। শুরুর দিকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করলেও মাঝে শ্বাস প্রশ্বাসের কষ্ট দেখা দিলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

সরকারিভাবে করোনা চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল প্রস্তুত করা হলেও কেন তাকে সিএমএইচে চিকিৎসা গ্রহণ করতে হলো এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলে বলেছেন, ‘স্বাস্থ্য মহাপরিচালকের নিজেরই সরকারি হাসপাতালের ওপর ভরসা নেই।’

স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদফতর থেকে দাফতরিকভাবে স্বাস্থ্য মহাপরিচালক কী রোগে ভুগছেন তা না বলায় সাধারণ মানুষ অন্ধকারে রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন