হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ‘২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় “২১ আগষ্ট-০৪’ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রবিবার (২১আগষ্ট) বিকালে পৌর সভায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাবলিক ইনস্টিটিউট চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।

উপজেলা যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাসুমের পরিচালনায় সভায় আন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, কপাই সভাপতি শেখ সহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, আকিমুদ্দীন আকি, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগম কাজল, পৌর কাউন্সিলর দিতি খাতুন সহ আ’লীগ, যুবলীগ নেতা- কর্মীবৃন্দ।

বক্তারা, তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে ২১ আগষ্ট, ২০০৪’ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন