নিজস্ব প্রতিনিধি :
তালার বসত বাড়ী থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরার তালা উপজেলা মাগুরা গ্রামের মৃত ইমান আলী সরদার ছেলে আলিম সরদার।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন আমার বসবাস রত, তালা উপজেলা ডি এস খতিয়ান নং ১৭৬৩ দাগ নং ১৩৭৩ বাস্ত ২.৮০ শতক সম্পত্তি ইং ১২. ০৬ ১৯২ তারিখে ১৫৭নং বায়নামা মূলে পাপ্ত হন। বিভৃতি লাল রায় চৌধুরী গং উক্ত বিভূতি লাল রায় চৌধুরী গং এর নিকট হইতে ইং ৭ জুন ১৯৫৫ তারিখে ১১৭৬ নং কবলিত মূলে বন্দোবস্ত লয়েন শেখ সেকেন্দার আলী উক্ত সম্পত্তি নূরজাহান বেগম গংদের ১৪-১৬ বাংলা সনের ১লা বৈশাখ তারিখে বাচনিক দান করেন এবং দখল দারিত্ব বুঝিয়ে দেন।
পরবর্তীতে নুরজাহান বেগম গং বাদী হয়ে তালা সহকারী জজ আদালতে শেখ সেকেন্দার আলী কে বিবাদী করে দেং ১৪৮/১৩ মোকদ্দমা দাখিল করেন। ওক্ত মোকদ্দমা ইং ০৫/০৩২০১৪ তারিখে দেওয়ানি আদালতে দাখিল করি এবং ১২ মার্চ ২০১৪ তারিখে উক্ত আদালতের ডিগ্রী মূলে সোলেনামা রায় পাপ্ত হই। এঘটনার পর থেকেই উক্ত সম্পত্তিতে নূর জাহান বেগম ভোগ দখল করে আসছেন।
তিনি আরো বলেন গত ইং ১৮ আগস্ট ২০২২ তারিখে সকাল আনুমানিক ৯টার দিকে ১ নং বিবাদী আব্দুস সামাদ মোড়ল আমার সম্পত্তি জোর পূর্বক দখল নেয়ার জন্য তার নেতৃত্বে মাগুরা এলাকার সেলিম খাঁ পিতা মৃত নওয়াব আলী খাঁ আবু সাইদ সরদার পিতা মাফুজ সরদার, জাহাঙ্গীর শেখ, মৃত জবেদ শেখ, মেহেদী খাঁ পিতা রহমত আলী খাঁ সহ আরও ১০/১২ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আমার সহ আমার পরিবারের লোকজনকে বেধড়ক যামারপিট করে আহত করে এবং সেই সাথে বাড়ী ঘর ভাঙচুর করে মূল্যবান স্বর্ণের গহনা ও টাকা-পয়সা লুটপাট করে নিয়ে যায়। সামাদ বাহিনী ভূয়া কাগজ পএ করে আমাকে উচ্ছেদের পাঁয়তারা করছে। তিনি ভূমিদস্যু সামাদ বাহিনীর শাস্তির দাবীতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
