হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

মোল্লাহাটে রবিবার (২১ আগস্ট) সকাল ১১টায়, উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামাত জোটের পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী কেন্দ্রীয় সমাবেশে সন্ত্রসীরা বর্বরোচিত গ্রেনেড হামলা চালায়, এ হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নেতা/কর্মী নিহত ও শতাধীক নেতা/কর্মী আহত হন। বিএনপি জামাতের এ সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে এ বিক্ষেভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।

মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে খলিলুর রহমান ডিগ্রী কলেজে যেয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগি ও অঙ্গ- সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন ও জনপ্রতিনিধি বৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন