জাতীয় ডেস্ক :
ঝড়ের কবলে পড়ে নোয়াখালী হাতিয়ার বঙ্গোপসাগরে ‘এমভি সিরাজ’ নামে মাছ ধরা ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।
শনিবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে নিঝুম দ্বীপের ধমারচরের দক্ষিণে ভাসমান অবস্থায় ওই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত ওই জেলের নাম বেলাল হোসেন। তিনি উপজেলার আমতলি গ্রামের আবুল হাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সাগর থেকে ঘাটে আসার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। পরে ঘটনাস্থল থেকে দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় প্রথমে ১২ জেলে এবং বিকেলে আরও একজনকে জীবিত উদ্ধার করেন জেলেরা। এ ঘটনায় নিখোঁজ বেলালের মৃতদেহ শনিবার দুপুরে উদ্ধার করা হয়।
এ দিকে লঘুচাপ থাকায় সাগর উত্তাল রয়েছে। তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। এতে শুক্রবার সকাল থেকে হাতিয়ার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সব নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
