ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও নগর কীর্ত্তনের মধ্য দিয়ে দুইদিন ব্যাপি ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শেষে হয়েছে। শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পাগলা-দেয়াপাড়া রাধাগোবিন্দ মন্দির কমিটির আয়োজনে দুইদিন ব্যাপি এই উৎসবে প্রদীপ প্রজ্জলন, গীতা পাঠ, কেককাটা, ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় নগর কীর্ত্তন ও মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মনোতোষ রায় কেষ্ট, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মুরারী মোহল পাল, উপজেলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সাধারন সম্পাদক নির্মল কুমার দাশ, সনাতন জাগরণী সংঘের সভাপতি বাপ্পা দত্ত, সাধারন সম্পাদক আনন্দ কুমার দে, অসিম দেবনাথ, দেবপ্রসাদ দাস, হৃদয় দাস, কিশোর দাশ, বিধান কান্তি প্রমূখ।
