হোম জাতীয় মিষ্টিতে জলজ্যান্ত পোকা, ২০ হাজার টাকা জরিমানা

জাতীয় ডেস্ক :

নেত্রকোনার বারহাট্টায় বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে নেত্রকোনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১৪ আগস্ট) বারহাট্টার মেইন সড়কে অধির বাবুর দোকানে মিষ্টিতে জলজ্যান্ত পোকার আনাগোনা দেখে দোকান মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযান পরিচালনাকারী অধিদফতরের সহকারী পরিচালক ওসমান গণি বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা ওই দোকানে গিয়ে মিষ্টির মধ্যে জলজ্যান্ত পোকার বিচরণ দেখতে পাই। এমন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি মিষ্টি ভোক্তার স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।’

তিনি আরও বলেন, এ কারণে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করে অর্থ আদায় এবং প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

এ ছাড়া অভিযানে ওই উপজেলার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের (চাল, ডাল, তেল, সবজি, ফল) বাজার মনিটরিং করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন