বাণিজ্য ডেস্ক :
একের পর এক মূল্যবৃদ্ধির মুখ দেখছে বাজার। এরই সূত্র ধরে এবার বেড়ে গেল চিনির দাম। গত সপ্তাহে ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়ে চিনির দাম বাড়ানোর প্রস্তাব দেন। প্রস্তাব গৃহীত হওয়ার আগেই কেজিতে চিনির দাম বেড়ে গেছে ৫-৭ টাকা।
শনিবার (১৩ আগস্ট) রাজধানীর মৌলভীবাজারে পাইকারিতে খোলা চিনি বিক্রি হয়েছে ৮৭ টাকা কেজি। খরচসহ কারওয়ান বাজারে সেই চিনি বিক্রি হয়েছে ৯০ টাকায়। গত সপ্তাহেও এসব বাজারে চিনির কেজি ছিল ৮১-৮২ টাকা।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মূল্যতালিকা অনুযায়ী, ঢাকার বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে ৮২ থেকে ৯০ টাকা কেজি। এক সপ্তাহ আগেও ছিল ৮০ থেকে ৮২ টাকা। এক সপ্তাহের ব্যবধানে টিসিবির হিসেবে চিনির দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা।
চিনির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে এলাকার মুদি দোকানগুলোতে। উত্তর বাড্ডা সোহরাব স্টোরের দোকানদার হাশেম মোল্লা বলেন, পাইকারি বাজারে বেড়ে গেছে চিনির দাম। তাই খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তবে প্যাকেটজাত চিনির দাম এখনও বাড়েনি। ধারণা করা যাচ্ছে, অতিসত্বর প্যাকেটজাত চিনির দামও বৃদ্ধি পাবে।