নিজস্ব প্রতিনিধি :
“বিনামূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের সকল মানুষের নিরাপদ সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে শনিবার সকালে প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, মানবাধিকার কর্মী শ্যামল বিশ্বাস, মরিয়ম মান্নান, আবুল কালাম, শাহানাজ পারভীন, স্বর্ণ কিশোরী সুমাইয়া পারভীন, গোবিন্দ মুন্ডা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ উন্নয়ন হচ্ছে তবে উপকূলের মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছেনা। সাতক্ষীরার উপকূল অঞ্চলের মানুষ সুপেয় খাবার পানির জন্য এখনও হাহাকার করছে। নদী ভাঙ্গানসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের পর সুপেয় পানির সংকটের কারনে নানা রোগে আক্রান্ত হচ্ছে উপকুলীয় অঞ্চলের নারী ও শিশুরা। লোনা পানির কারনে উপকূলীয় নারীরা হারাচ্ছে তাদের মাতৃত্ব। পিরিয়ড কালীন সময়ের এ অঞ্চলের নারীদের লোনা পানির কারনে ঝুঁকিতে থাকতে হয়। বক্তারা এ সময় অবিলম্বে উপকূলীয় অঞ্চলে টেকসই বেঁড়িবাধসহ সকল মানুষের নিরাপদ সুপেয় পানির অধিকার নিশ্চিত করার জোর দাবী জানান।