জাতীয় ডেস্ক :
ফতুল্লায় খুন হওয়া অটোরিকশা চালকের পরিচয় মিলেছে। পুলিশ জানিয়েছে, তার নাম দুলাল (১৯)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি থানার দুধনই গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত দুলালের বড় ভাই আলাল উদ্দিন বাদী হয়ে তিনজন দুর্বৃত্তকে আসামি করে শুক্রবার (১২ আগস্ট) দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। এর আগে বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাত তিনটায় চাঁনমারি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন দুলাল। পরে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় তারা।
নিহত দুলালের বড় ভাই আল্লাল উদ্দিন মামলার এজাহারে উল্লেখ করেন, দুলাল ফতুল্লার তল্লা গ্রিন রোডের ফিরোজা বেগমের বাড়িতে ভাড়া থেকে একই এলাকার স্বপনের গ্যারেজ থেকে ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালায়।
এর মধ্যে সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় বৃহস্পতিবার দিনগত রাত তিনটায় চাঁনমারী এলাকায় তিনজন ছিনতাইকারী দুলালকে কুপিয়ে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন দুলালকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
মামলার বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, অটোরিকশা চালক দুলাল হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।