রাজনীতি ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি নয় বরং ক্ষমতাসীনরা হয় পালাবে, না হয় জেলে যাবে।
তিনি বলেন, দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।
শুক্রবার (১২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, ২০১৪ ও ১৮-এর নির্বাচনের কথা ভুলে যান, সামনে আর একদলীয় নির্বাচন হবে না।
‘নির্দলীয় সরকারের জন্য জীবন দিতেও প্রস্তুত বিএনপি। এ জন্য প্রয়োজনে রাজপথেই সরকারকে মোকাবিলা করা হবে,’ যোগ করেন তিনি।
ভবিষ্যৎ সরকার প্রধান সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, জনগণের আন্দোলনে ক্ষমতায় গেলে খালেদা জিয়া হবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে নতুন করে আবার জোরেশোরে পাঁয়তারা শুরু করেছে সরকার। জোর দিয়ে বলছে ইভিএমে নির্বাচন করবে। জালিয়াতি করে ক্ষমতায় যেতে ইভিএম চায় সরকার। তারা জানে, জালিয়াতি ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না।
বিএনপির মহাসচিব বলেন, সরকার পরিকল্পিতভাবে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক খালি করে দিয়েছে। বাহাদুরি করে শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে নিজেরাই এখন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ চাচ্ছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম প্রমুখ।