হোম খেলাধুলা সাকিবের বেটউইনার-কাণ্ডে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

খেলাধূলা ডেস্ক :

সাকিব আল হাসানের বেটিং সাইটের নিউজ পোর্টালের সঙ্গে চুক্তি করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় এখন সাধুবাদও পাচ্ছেন মিস্টার অলরাউন্ডার। অনেক সমর্থক আবার প্রশ্ন তুলেছেন, সাকিব ইস্যুতে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্স ঢাকা পড়ে যাচ্ছে না তো!

মাঠের পারফরম্যান্স কিংবা মাঠের বাইরের কর্মকাণ্ড। সাকিব আল হাসান যেন অলরাউন্ডার সর্বক্ষেত্রে। তবে মাঠের বাইরে সাকিব যেন সমালোচনার আরেক নাম। একটা ঘটনার শেষ তো আরেকটা শুরু। তবে এবার বেটিং সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা এবং বোর্ডের চাপের মুখে সেই চুক্তি ভঙ্গ করা নিয়ে হয়েছে রাজ্যের আলোচনা।

ক্রিকেটারদের যেকোনো ইস্যুতে বরাবরই সরব হয়ে ওঠেন সমর্থকরা। ক্রিকেটারদের ফ্যান পেজে চলে কর্মকাণ্ডের যুক্তিতর্ক। তবে এবার সমর্থকদেরও তোপের মুখে পড়তে হয়েছে সাকিবকে। বেটিং সাইটের অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়াটা ভালোভাবে নেননি কেউই। তবে অনেক সমর্থক বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটারদের সঙ্গে তুলনা করে সমর্থনও করেছেন।

গুঞ্জন রয়েছে, বেট উইনার নিউজের সঙ্গে শুভেচ্ছা দূত হিসেবে প্রায় ১০ কোটি টাকার চুক্তি করেছিলেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব ঘোষণা দিলে সেটা নিয়ে শুরু হয় নানা মহলে সমালোচনা। সমর্থকরাও বিভিন্নভাবে সাকিবকে সরে আসতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরোধ জানান।

যার পরিপ্রেক্ষিতে শুধু আসন্ন এশিয়া কাপ থেকে নয়, বাদ দেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন জাতীয় দল থেকেও। বোর্ড যখন কঠোর অবস্থানে, তখন নমনীয় হয়েছেন সাকিব। সরে এসেছেন বেটিং সাইটের অঙ্গপ্রতিষ্ঠান থেকে। যার জন্য এখন সাধুবাদ দিচ্ছেন সমর্থকরা। দেশের চেয়ে সাকিবের কাছে টাকা বড় নয়, এটা আরও একবার প্রমাণ হলো। এমন মন্তব্য লিখে ভক্তরা সমর্থন জানাচ্ছেন সাকিব আল হাসানকে। এখন এশিয়া কাপে সাকিব আল হাসান তার সেরা পারফরম্যান্স করবেন–এটাই প্রত্যাশা সমর্থকদের।

অনেকে আবার প্রশ্ন তুলছেন সাকিব আল হাসানের এই ইস্যু সামনে এনে জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ হারের ব্যর্থতা ঢেকে দেয়া হচ্ছে কি না। তবে সে যাই হোক, এমন সিদ্ধান্তের ব্যাপারে দেশের ক্রিকেটের আদর্শ সাকিব আল হাসানের সতর্ক থাকা উচিত সামনের দিনগুলোতে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন