হোম জাতীয় জোয়ারের পানিতে ডুবেছে খাতুনগঞ্জের পাইকারি বাজার

জাতীয় ডেস্ক :

চট্টগ্রামে জোয়ারের পানিতে তলিয়ে গেছে দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ। হাঁটু পানিতে চলাচল করতে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় স্লুইস গেটের কাজ শেষ না হওয়ায় জোয়ারের পানি থেকে মুক্তি মিলছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের।

বৃষ্টি নেই, রোদে আলো ঝলমলে পরিবেশ। অথচ হাঁটু পানিতে ডুবে গেছে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ, আছাদগঞ্জ। পূর্ণিমার কারণে জোয়ারের পানির উচ্চতা থাকে সবচেয়ে বেশি। ফলে এ সময় নিচু এলাকাগুলো পানির নিচে তলিয়ে যায়, বৃষ্টি না হলেও। হঠাৎ করেই জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

সে সঙ্গে গুদামে পানি প্রবেশ করে ভোগ্যপণ্য ভিজে নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

কর্ণফুলী ড্রেজিং করা না হলে ও খালের মুখগুলোতে স্লুইস গেইট বসানো না হলে এ অবস্থা থেকে পরিত্রাণ মিলবে না বলে জানান ব্যবসায়ী নেতা মো. মহিউদ্দীন।

চট্টগ্রামে গত কয়েক বছর ধরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চললেও সুফল মিলছে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন