হোম জাতীয় পঞ্চগড়ে তেল পরিমাপে কম দেয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

জাতীয় ডেস্ক :

পঞ্চগড়ে ক্রেতাকে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার দায়ে এক ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরের পর জেলার বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার সমবায় সমিতি ফিলিং স্টেশনকে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

পরিচালক পরেশ চন্দ্র বর্মন সময় সংবাদকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বোদা উপজেলার এলিট, সোনার বাংলা, শাবাব ও সমবায় সমিতি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পেট্রোল ও অকটেনে পরিমাপে কম পাওয়ায় সমবায় সমিতি ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা জরিমানা করে এবং পরবর্তীতে মেশিন ঠিক করে তেল বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরও বলেন, তেল পরিমাপে কম দেওয়ায় ভোক্তা আইনে মালিককে জরিমানা করা হয়। ভোক্তারা যাতে সঠিক মাপে তেল পায় সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন