জাতীয় ডেস্ক :
রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি ওষুধসহ কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র্যাব)।
বৃহস্পতিবার (১১ আগস্ট) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১০ আগস্ট) র্যাব-১০-এর একটি আভিযানিক দল কোতোয়ালি থানাধীন ইসলামপুর রোডের হাজি রানি মার্কেট এলাকায় অভিযান চালায়।
এ সময় ১৫ টাকা মূল্যের ২ লাখ ৪০ হাজার ৫৬০ পিস অবৈধ বিদেশি ওষুধসহ কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো আমিনুল হক (৩৩) বলে জানায় র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তি পেশাদার ওষুধ কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিভিন্ন বিদেশি কোম্পানির ওষুধ কালোবাজারি ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে কোতোয়ালিসহ ঢাকা শহরের বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করে আসছিল।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।