নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত উদ্যেগে “” বিনা মূল্য শাক সবজি বিতরণ”” কার্যক্রম গত ৭ এপ্রিল থেকে শুরু করে নিয়মিত সাতক্ষীরা পৌরসভার নয়টি ওেয়ার্ডে সহ বিভিন্ন ইউনিয়নে নিয়মিত বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হয়। কিন্তু মাঝে ঈদুল ফিতর এর ছুটি থাকায় আজ ৩০শে মে শনিবার ৫০তম দিনে সকাল থেকে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে টোকেন এর মাধ্যমে,টোকেন ছাড়া সহ সুলতানপুর সায়রের খাল পাড় এবং মাগুরা কৈখালী এলাকায় সেঞ্চুরি একাডেমির শাক-সবজি বিনামূল্যে বিতরণ করা হয়।সমাজিক দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে প্রতিদিনের ন্যায় আজও সরাসরি কৃষকের কাছ থেকে শাক-সবজি কিনে তা সরাসরি অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।এর ফলে কৃষক ও শাক-সবজির ন্যায্য মূল্য পাচ্ছে অসহায় মানুষ ও সবজি পেয়ে খুশি হচ্ছে।