আন্তর্জাতিক ডেস্ক :
ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় একটি পার্কের আশপাশের রাস্তা বন্ধ হয়ে গেছে। এদিকে কলোম্বিয়ার পশ্চিমাঞ্চলের একটি শহরে নদীর পানি বেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে। এছাড়া ভারতের ওড়িশায় জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে দিন কাটছে সাধারণ মানুষের।
ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ভারতের ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের বাসিন্দারা। বৃষ্টির পানি জমে রাস্তা ডুবে যাওয়ায় হাঁটু পানিতে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। শুধু তাই নয়, জলাবদ্ধতার কারণে সৃষ্ট তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। প্রতি বছরই এমন ভোগান্তির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
এদিকে জলাবদ্ধতা নিরসনে দক্ষিণাঞ্চলের তিরুচিরাপল্লী জেলার কাভেরী নদীর বাধগুলো খুলে দিয়েছে স্থানীয় প্রশাসন।
বৈরী আবহাওয়ার কারণে দুর্ভোগে রয়েছেন কলোম্বিয়ার অ্যান্টিওকিয়া শহরের বেলো অঞ্চলের বাসিন্দারা। ভারি বৃষ্টির কারণে দেশটির লা গার্সিয়া নদীর পানি বেড়ে লোকালয়ে প্রবেশ করায় ধসে পড়েছে অনেক ঘরবাড়ি। গৃহহীন হয়ে পড়েছেন শত শত মানুষ। আকস্মিক এ দুর্যোগে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এ ঘটনায় চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন বাসিন্দারা।
ভয়াবহ বন্যার কবলে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক। আকস্মিক বন্যায় আশপাশের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পার্কের ভেতরে কর্মকর্তা-কর্মচারীসহ বহু মানুষ আটকা পড়েন। এ ঘটনায় দর্শনার্থীদের গাড়িসহ অর্ধশতাধিক যানবাহন মাটিতে দেবে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
