হোম জাতীয় বসতঘর পুড়ে যাওয়ায় স্ট্রোকে বৃদ্ধার মৃত্যু

জাতীয় ডেস্ক :

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় হঠাৎ আগুনে চার পরিবারের সাতটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনা সইতে না পেরে ছালেহা বেগম (৭০) নামে এক বৃদ্ধা স্ট্রোক করে মারা গেছেন।

শনিবার (০৬ আগস্ট) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যেপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর এলাকাবাসী জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যেমে ফায়ার সার্ভিসকে খবর পাঠায়। এ সময় আগুনে চার পরিবারের সাতটি ঘর পুড়ে যায়। এ সময় ঘরে থাকা ফসল, গৃহপালিত পশু, খাবার, আসবাবপত্র, কাপড়, নগদ অর্থসহ তাদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে তাদের পরিবারসহ সবাই খোলা আকাশের নিচে রয়েছেন। এ অগ্নিকাণ্ডের ঘটনা সইতে না পেরে ৭০ বছরের এক বৃদ্ধা স্ট্রোক করে মারা গেছেন।

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. শফিকুল ইসলাম বলেন, আমরা জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। এরপর সকাল সাড়ে ১০টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন