বিনোদন ডেস্ক :
এ বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা। এই আয়োজনে অভিজ্ঞ শিল্পীদের থেকে শুরু করে উদীয়মান শিল্পীদের সংগীত পরিবেশনায় মুগ্ধ হয়েছেন দর্শক।
ফিউশনভিত্তিক এই সংগীতানুষ্ঠানের প্রথম সিজনে এরই মধ্যে আটটি গান প্রকাশিত হয়েছে। সব গানই পেয়েছে আলোচনা-সমালোচনার স্বাদ।
গানের ভুবনে নতুন গানের চমক নিয়ে হাজির হলেন মিউজিক জিনিয়াস শায়ান চৌধুরী অর্ণব। বৃহস্পতিবার (৪ আগস্ট) প্রকাশ পায় কোক স্টুডিও বাংলার অষ্টম ও প্রথম সিজনের শেষ গান ‘দখিনও হাওয়া’। মীরা দেব বর্মনের লেখা ও সচীন দেব বর্মনের গাওয়া বিখ্যাত গানটি নতুন করে গেয়েছেন ভারতীয় শিল্পী মধুবন্তী বাগচী।
ওই গানের সঙ্গে নতুন কয়েকটি লাইন যুক্ত করে ফিউশন করা হয়েছে। সেটুকু গেয়েছেন সংগীত তারকা তাহসান। ‘শোনো গো দখিনও হাওয়া’ গানের সঙ্গে যুক্ত করা নতুন অংশটি লিখেছেন গাউসুল আলম শাওন। এর সুর সাজিয়েছেন অর্ণব।
গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের উচ্ছাস চোখে পরার মতো। একদিনেই গানটির ভিউ ছাড়িয়েছে ১.২ মিলিয়ন। মধুবন্তী আর তাহসানের অসাধারণ কম্বিনেশনকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। কেউ বলছেন গানটি যেন আধুনিকতা আর বাঙ্গালিয়ানার অপূর্ব ফিউশন। কিন্তু প্রশংসার পাশাপাশি সমালোচনাও যে এড়ানো যায় না।
গানটিতে সুর নকলের অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে সংগীত তারকা তাহসানের গাওয়া অংশটির সুর মার্কিন কণ্ঠশিল্পী ক্লাইরোর ২০১৯ সালে প্রকাশ পাওয়া গান ‘সোফিয়া’ থেকে নকল করা হয়েছে।