হোম জাতীয় চিংড়ি মাছে জেলি, নোয়াখালীতে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

জাতীয় ডেস্ক :

নোয়াখালী পৌর বাজারে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনায় জড়িত থাকায় আতিকুল ইসলাম ও ইসমাইল হোসেন নামে দুই মাছ ব্যবসায়ীকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা শহরের পৌর বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। অভিযানে সহযোগিতা করে জেলা মৎস্য কার্যালয় ও সুধারাম মডেল থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পৌর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বাজারে বিভিন্ন মাছের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাছ ব্যবসায়ী আতিকুল ও ইসমাইল চিংড়ি মাছের মধ্যে জেলি ঢুকিয়ে ওজন বাড়িয়ে মাছ বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে তাদের মাছগুলো পরীক্ষা করে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের উভয়কে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। পরে জব্দকৃত জেলি মেশানো মাছগুলো মাটিতে ফুঁতে ধ্বংস করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, মাইজদী পৌর বাজারে চিংড়ি মাছের ওজন বাড়ানোর জন্য জেলি ঢুকিয়ে মাছ বিক্রি করে আসছে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা। এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর পাশাপাশি মাছে কোনো প্রকার ক্ষতিকর রঙ বা কেমিক্যাল মেশানোর বিষয়ে সকল মাছ ব্যবসায়ীকে সাবধান করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন