হোম জাতীয় ইয়াবা-হেরোইনসহ বগুড়ায় তিন মাদক কারবারি গ্রেফতার

জাতীয় ডেস্ক :

বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদরের কসাইপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯৪ গ্রাম হেরোইন ও ৯৭ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব-১২।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নওশাদ আলী (৩২) স্থানীয়। আর শাহীন আলী (২৬) ও রাজু আলীর বাড়ি রাজশাহী জেলায়।

র‌্যাব জানায়, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বগুড়া জেলার সদর থানা এলাকায় তিন ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা হেফাজতে রেখে অবস্থান করছে।

এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া জেলা সদর থানাধীন চকসূত্রাপুর কসাইপাড়ায় নওশাদ আলীর বাড়ির সামনের গলিতে অভিযান চালায়। এ সময় ২৯৪ গ্রাম হেরোইন, ৯৭ পিস ইয়াবা, মোবাইল ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মবিন খান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন