জাতীয় ডেস্ক :
আইনজীবী মারুফা আক্তারকে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের (এএজি) দফতর থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে মঙ্গলবার (০২ আগস্ট) জানানো হয়েছে, রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মারুফা আক্তার তার পরিচয় ব্যবহার করে চিফ অব আর্মি স্টাফের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেননি। এটি পুরোপুরি অসদাচরণ। যে কারণে তাকে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
২০১৭ সালের ১৯ অক্টোবর মারুফা আক্তারকে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হয়েছিল।
