হোম অন্যান্যসারাদেশ দাকোপ ও পাইকগাছার ক্ষতিগ্রস্ত বাধ নির্মাণে ১২’শো কোটি টাকার প্রকল্প

দাকোপ ও পাইকগাছার ক্ষতিগ্রস্ত বাধ নির্মাণে ১২’শো কোটি টাকার প্রকল্প

কর্তৃক
০ মন্তব্য 86 ভিউজ

খুলনা অফিস :
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সুপার সাইক্লোন আম্ফানে দাকোপ ও পাইকগাছার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের স্থলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে ১২’শো কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার।তাড়াতাড়ি এই প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয় ও একনেক সভায় অনুমোদনের পর দ্রুতই বাধের পুন:নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। তিনি শুক্রবার সারাদিন ঘূর্ণিঝড় আম্পানে খুলনার উপকূলীয় উপজেলা দাকোপ ও পাইকগাছায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, দাকোপের ৩১ নম্বর পোল্ডারের ৪৭ কিলোমিটার এবং পাইকগাছার প্রায় ৩৫ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে তিনি স্থানীয় জনসাধারণকে জমি দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বেড়িবাঁধের পাশে যেন চিংড়ির ঘের করা না হয়। সে জন্য মানুষের সচেতনতার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে কঠোরভাবে তদারকি করতে হবে। সিডর, আইলা ও আম্পানের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমিয়ে আনতে নদী, খাল ও বেড়িবাঁধের পাশে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষত্রিগ্রস্থ এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন।তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।এ সময় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষ ত্রাণের পরিবর্তে ঘরবাড়ি ও জানমাল রক্ষায় সেবাবাহিনীর মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবী জানান।
এ সময় জাতীয় সংসদের হুইপ ও খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, প্রধান প্রকৌশলী রফিক উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন