হোম অর্থ ও বাণিজ্য ৯৪ টাকার মসুর ডাল ১৪০!

বাণিজ্য ডেস্ক :

খুচরা বাজারে সরু দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। অথচ পাইকারদের কাছ থেকে ব্যবসায়ীরা আস্ত ডাল কিনছেন ৮১ টাকায়। ডাল ভাঙানোর খরচ বাবদ কেজিপ্রতি ডালের দাম দাঁড়ায় ৯৪ টাকা। কিন্তু বাজারে তারা প্রতি কেজি মসুর ডালে ৩০-৪৫ টাকা মুনাফা করছেন।

বুধবার (৩ আগস্ট) বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা সরু দানার মসুরের ডাল বিক্রি করছেন ১৩৫-১৪০ টাকা। বড় বিপণিবিতানগুলোতে এ দাম আরও বেশি। সেখানে প্যাকেটজাত মসুরের ডাল বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা দরে।

এ ব্যাপারে শান্তিনগর বাজারে ডাল কিনতে আসা ক্রেতা আনিসুর রহমান বলেন, ‘আগে মসুরের ডালের কেজি ছিল ১১০ টাকা। সেখান থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকায়। পরে বিশ্ববাজারে দাম বেড়ে গেছে দোহাই দিয়ে এক লাফে দাম হয়েছে ১৪০ টাকা। এখন বিশ্ববাজারে দাম কমলেও, বাজারে একই দামে বিক্রি হচ্ছে মসুরের ডাল।’

বাংলাদেশ মূলত মসুর ডাল আমদানি করে থাকে অস্ট্রেলিয়া থেকে। রাশিয়া-ইউক্রেন সংকটকে কেন্দ্র করে বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম বেড়ে গেলেও এখন তা কমতে শুরু করেছে। আগে যে ডাল টনপ্রতি আমদানি হতো ৯২০ ডলারে, এখন সেটি কমে দাঁড়িয়েছে ৭৮০ ডলার। কিন্তু বিশ্ববাজারে দাম কমলেও এর প্রভাব পড়েনি দেশের খুচরা বাজারে। এখনো উচ্চমূল্যে ডাল কিনতে হচ্ছে ভোক্তাদের।

যদিও বাজারসংশ্লিষ্টরা (টিসিবি, ট্যারিফ কমিশন) বলছে, বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে এর প্রভাব পড়তে সময় লাগে। এ ক্ষেত্রে ক্রেতাদের মনে জেগেছে দ্বিমুখী প্রশ্ন। ক্রেতারা বলছেন, বিশ্ববাজারে দাম কমলে তার প্রভাব পড়তে যেমন সময় লাগে, একই অবস্থা হওয়া উচিত দাম বাড়লেও। কিন্তু সেক্ষেত্রে চিত্র হয় বিপরীত। দাম বাড়লে রাতারাতি দেশীয় বাজারে বেড়ে যায় দাম।

এদিকে পুরান ঢাকার চকবাজার, কাপ্তানবাজার ও মৌলভিবাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে ডলারের বিপরীতে টাকার যাচ্ছে তাই অবমূল্যায়নের ফলে বেড়ে গেছে আমদানি খরচ। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ২২ শতাংশ। খোলাবাজারে ডলারের দাম উঠেছিল সর্বোচ্চ ১১৪ টাকা, যা আগে কখনো হয়নি।

এছাড়া সরবরাহ সংকটের কারণে বেড়ে গেছে জাহাজভাড়া। পণ্যবাজার বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে মার্চ-এপ্রিল মাসে দাম ছিল আকাশচুম্বী। পরে মে মাস থেকে দাম কমতে শুরু করে। বর্তমানে জুন-জুলাই মাসে বিশ্ববাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে নেমে আসে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন