ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা ইমাম পরিষদের আয়োজনে সামাজিক উন্নয়নে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।
ফকিরহাট উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি আবুল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. ওহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাপ হোসেন টিপু, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা শাখার আব্দুর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন ইমাম পরিষদের সাধারন সম্পাদক হাফেজ বেলাল হুসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ কাজী মো. সাইফুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মুস্তাকীম বিল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আলী আকবার, বেতাগা ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মুফতি জসীম উদ্দিন, সিনিয়র সহসভাপতি হাফেজ কারী শহীদুল্লাহ প্রমূখ।
এসময় বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক সহ ইমাম সাহেবগন উপস্থিত ছিলেন।
