কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ চাউল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ আগষ্ট) বেলা ১২ টার দিকে পৌর সদরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস।
আদালত পরিচালনাকালে পৌর বাজারের পাঁকা ব্রীজ সংলগ্ন এলাকায় চাল ব্যবসায়ী পাল ট্রেডার্সের মালিক মহাদেব পালকে সরকার নির্দেশিত চটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে ২০ হাজার টাকা ও মাতৃ টেডার্সের মালিক অশোক ঘোষকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আদালতকে সহায়তা করেন পাট উন্নয়ন সহকারী আমির হোসেন, পুলিশ কর্মকর্তা আব্দুর রহমান ও বেঞ্চ সহকারী আঃ মান্নান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
