হোম অর্থ ও বাণিজ্য পঞ্চগড়ের রাজনগর পশুর হাটের বেহাল দশা

বাণিজ্য ডেস্ক :

বছরে কোটি টাকা হাসিল নেয়ার পরও বেহাল পঞ্চগড়ের রাজনগর পশুর হাট। নেই পশু রাখার শেড, থাকার জায়গা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং ব্যাংকিং সুবিধা। ক্রেতা-বিক্রেতারা বলছেন, নির্ধারিত হারে ট্যাক্সসহ অন্যান্য খাতে টাকা দিয়েও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত তারা। এক্ষেত্রে দ্রুত সমাধানের আশ্বাস পৌর মেয়রের।

পঞ্চগড় সদর উপজেলার রাজনগর পশুর হাট। জেলার সবচেয়ে বড় এ হাটে সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার চলে পশু বেচাকেনা। প্রতি সপ্তাহে লেনদেন হয় কয়েক কোটি টাকা। তবে অর্থ হিসেবে যতটা বড় এ হাট, সেবার মান ততটাই নিম্ন। হাটটিতে পশু রাখার জন্য নেই সেডের ব্যবস্থা। দূরের ব্যাপারিদের জন্য নেই থাকার কোনো জায়গাও। একটু বৃষ্টি হলেই হাটে জমে পানি। ব্যাংকিং সুবিধা না থাকায় ব্যাপারিদের প্রায়ই ভোগান্তিতে পড়তে হয়।

দুর্ভোগের কথা স্বীকার করলেন হাট ইজারাদারও। পঞ্চগড় রাজনগর হাট ইজারাদার মো. আনোয়ার হোসেন বলেন, আমাদের পৌর মেয়র যদি একটি শেডের ব্যবস্থা করে দিতে পারত, তাহলে ভালো হত। এখানে চুরি, চাঁদাবাজি ও ডাকাতির উপদ্রব আমাদের এখানে নেই।

তবে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন।

উল্লেখ্য, ২০০৯ সালে সরকারি নিবন্ধনের আওতায় এলেও এ পশুর হাটের যাত্রা শুরু হয় কয়েক দশক আগে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন