হোম জাতীয় যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ, পৌর মেয়রকে দুষছেন কাউন্সিলররা

জাতীয় ডেস্ক :

যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে দিনাজপুর পৌর এলাকায়। সড়কের ওপর জমেছে ময়লা স্তূপ। দুর্গন্ধ সহ্য করেই পার হতে বাধ্য হচ্ছেন পথচারীরা। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন এলাকাবাসী। এজন্য পৌর মেয়রের স্বেচ্ছাচারিতা ও পরিকল্পনার অভাবকে দায়ী করছেন কাউন্সিলররা

তবে মেয়রের দাবি, জনবল সংকট ও আর্থিক বরাদ্দের অভাবে ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

জানা গেছে, নির্দিষ্ট জায়গা না থাকায় দিনাজপুর পৌরসভার বেশিরভাগ সড়কের পাশে রোজ ফেলা হয় ময়লা-আবর্জনা। এতে দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগের জীবাণু। প্রথম শ্রেণির পৌরসভা হলেও কোনো নাগরিক সেবা মিলছে না বলে অভিযোগ বাসিন্দাদের।

স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক বিশ্বনাথ আগারওয়াল বলেন, দিনাজপুর পৌর শহর এখন আবর্জনার ভাগারে পরিণত হয়েছে। চারদিকে ময়লার স্তূপ ও রাস্তাঘাট চলার উপযোগী না বলে জানালেন তিনি।

এ বিষয়ে পৌর মেয়রকে দুষলেন প্যানেল মেয়রসহ কাউন্সিলররা। মেয়রের সঠিক পরিকল্পনার অভাবে এমনটা হয়েছে বলে অভিযোগ দিনাজপুর পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী।

তিনি বলেন, আমাদের কথার কোনো মূল্য নেই। এ ব্যাপারে বলতে গেলে এটা-ওটা বোঝানো হয় এবং মেয়র সাহেবকে বলতে হবে বলে জানানো হয়।

দিনাজপুর পৌরসভা প্যানেল মেয়র তৈয়ব আলী দুলাল বলেন, পৌর শহর ময়লা আবর্জনার স্তূপের ভাগারে পরিণত হয়েছে। এখানে মেয়রের পরিকল্পনার অভাব রয়েছে।

দিনাজপুর পৌরসভা মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের জনবল কম। তারপরও আন্তরিকভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি শহরা পরিষ্কার রাখার জন্য। অর্থ ও জনবল সংকটের কারণেই বর্জ্য অপসারণে নতুন কোনো কাজ করা হয়নি বলে জানান তিনি।

পৌরসভার ১২টি ওয়ার্ডে বর্জ্য অপসারণে ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মী ও ৫টি ট্রাক রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন