নিজস্ব প্রতিনিধি :
তালা উপজেলার জেঠুয়া গ্রামে জমি জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় দুইভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । শনিবার (২৩জুলাই) সকালে উপজেলার জেঠুয়া গ্রামে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, জেঠুয়া গ্রামের লিয়াকত মোল্যার ছেলে হালিম মোল্যা ও হাকিম মোল্যা। এ ঘটনার পর বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পিতা। মামলা সুত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল একই এলাকার সারফাজুল মোল্যা, নাজমুল মোল্যা গনদের সাথে। ঘটনার দিন সকালে সারফাত মোল্যা ও তার সহযোগীরা সন্ত্রাসী স্টাইলে লিয়াকত মোল্যা বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। ওইসময় সন্ত্রাসীরা তার দুই ছেলে হাকিম মোল্যা ও হালিম মোল্যাকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে।
এছাড়া তাদের বাড়িতে ভাংচুর চালিয়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় বলে জানান তারা । ওই সময় স্থানীয়রা তাদের উদ্ধার চিকিৎসার জন্য আহতদের তালা স্বাস্থ্যকমপ্লেক্স কে ভর্তি করে। ঘটনার পর থেকে পরিবারটিকে সন্ত্রাসীরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে এমন অভিযোগ করেন মামলার বাদী।
তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, এঘটনায় তালা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১৭।আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।