হোম জাতীয় পটুয়াখালীতে হত্যার মামলায় ৫ আসামি গ্রেফতার

জাতীয় ডেস্ক :

পটুয়াখালীর গলাচিপায় নুরুল খাঁন হত্যা মামলার এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলার চরকাজলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এর আগে সোমবার (২৫ জুলাই) রাতে নিহত নুরু খাঁনের ছেলে সুমন খাঁন বাদী হয়ে ৩০ জনকে আসামি করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- সুমন সরদার (২২), জুয়েল খান (২২), আমির হোসেন ভুট্টো ফরাজী (৫০), ফরিদ বেপারী (২৫), নুরজাহান বেগম (২৭)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নিহত নুরু খাঁনের সঙ্গে একই এলাকার মন্নান ভূঁইয়ার জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে সোমবার রাতে চরকাজলের মুজিব নগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ফেলে আসামিরা নুরু খাঁনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় এগিয়ে গেলে নুরু খানের ছেলে নোমান ও ভাতিজা রাসেলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নুরু খানকে গুরুতর অবস্থায় পেলেও হাসপাতাল নেয়ার আগেই ঘটনাস্থলে মারা যান তিনি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, নুরু খাঁন হত্যার ঘটনায় তার ছেলে বাদী হয়ে ৩০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মূলহোতাসহ বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন