হোম আন্তর্জাতিক দক্ষিণ কোরিয়ায় একদিনে ১ লাখ করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ কোরিয়ায় সোমবার (২৫ জুলাই) মধ্যরাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৯৯ হাজার ৩২৭ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১ কোটি ৯৩ লাখ ৪৬ হাজার ৭৬৪ জনে।

মঙ্গলবার (২৬ জুলাই) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর সিনহুয়ার।

কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) জানায়, আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে। দেশটিতে আগের দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৩৫ হাজার ৮৮৩ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে দেশটিতে শনাক্ত বাড়ল ৬৩ হাজার ৪৪৪ জন। গত সপ্তাহ জুড়ে প্রতিদিন গড় আক্রান্তের সংখ্যা ছিল ৬৯ হাজার ৩৩৭ জন।

খবরে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ৩৫৩ জন বিদেশ ফেরত রোগী রয়েছেন। এ নিয়ে বিদেশ ফেরত রোগীর সংখ্যা বেড়ে মোট ৪২ হাজার ১৯৬ জনে দাঁড়াল। এদিকে সর্বশেষ আক্রান্ত রোগীদের মধ্যে ১৬৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আগের দিনের চেয়ে এ সংখ্যা ২৪ জন বেশি।

কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় এ মহামারিতে নতুন করে আরও ১৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৪ হাজার ৯০৭ জনে দাঁড়াল। বর্তমানে এ দেশে করোনাভাইরাসে মৃত্যুহার ০ দশমিক ১৩ শতাংশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন