খুলনা অফিস :
খুলনার ডুমুরিয়ায় দুগ্ধপোষ্য শিশুদের মাঝে শিশু খাদ্য ও প্রধানমন্ত্রী’র উপহার পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহষ্পতিবার সকালে শিশুরাই রত্ন-নিতে হবে যত্ন শ্লোগানে উপজেলারেআটলিয়া, শোভনা, মাদারতলা বাজার সংলগ্ন এলাকার দুগ্ধপোষ্য শিশুদের মায়েদের কাছে এ শিশুখাদ্য পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম।এদিন বৃষ্টির মধ্যে কাদামাটির দূর্গম পথ পেরিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রতিটি ওয়ার্ডে ১০টি পরিবারের কাছে এই শিশুখাদ্য পৌঁছে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুরঞ্জিত বৈদ্য, স্থানীয় ইউপি সদস্য দেবব্রত সরদার,মেম্বর শেখ আব্দুল হালিম মুন্নাসহ কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। হতদরিদ্র পরিবারের মায়েরা শিশু খাদ্য পেয়ে সরকার ও কর্মকর্তাদের প্রতি কৃজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, করোনা প্রতিরোধে সরকারের সাধারন ছুটি ও প্রায় লকডাইনের ব্যবস্থাপনার কারনে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের কয়েক শত পরিবারের দুগ্ধপোষ্য শিশু ও মায়েরা নিদারুণ দূর্ভোগের মধ্যে পড়ে। এ অবস্থার উত্তোরনে বড়দের পাশাপাশি শিশুখাদ্য বিতরনের কর্মসূচী হাতে নেওয়া হয়।