হোম অন্যান্যসারাদেশ জয়পুরহাটের ক্ষেতলালে ঘুর্ণিঝড়ে দুই সন্তান সহ মা নিহত

জয়পুরহাটের ক্ষেতলালে ঘুর্ণিঝড়ে দুই সন্তান সহ মা নিহত

কর্তৃক
০ মন্তব্য 72 ভিউজ

জয়পুরহাট প্রতিনিধি :

ক্ষেতলালে ঘুর্ণি ঝড়ের তান্ডবে প্রায় ৪০ গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। দেয়াল চাপা পড়ে দুই শিশু সন্তান ও মাসহ এইক পরিবারের ৩জন নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ১১টায় উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল বেগে ঘূর্ণিঝড়ে বাড়ির ওপর থাকা গাছ উপড়ে পড়ে দেয়াল চাপায় মাসহ দুই শিশুর মৃত্যু হয়। ওই সময় উপজেলার ক্ষেতলাল পৌর এলাকার খলিশাগাড়ি মহল্লার দিনমজুর জয়নাল আবেদিন বাঁশ-খুঁটির তৈরী বেড়ার বাড়ীতে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন। মঙ্গলবার মধ্য রাতের ঘুর্ণি ঝড়ের সময় ঘরের পার্শ্বে রাখা ছাগল সরিয়ে অন্য জায়গায় রাখতে গিয়েছিলেন। এমন সময় ঘরের ভিতরে শুয়ে থাকা স্ত্রী ও দুই সন্তানের উপরে বাড়ী পার্শ্বে থাকা একটি বেলজিয়াম গাছ প্রবল ঝড়ে আছড়ে পরে এবং বাড়ীর দেয়াল ভেঙ্গে মাটি চাঁপা পড়ে। জয়নাল আবেদিনের আত্নচিৎকারে প্রতিবেশীর ওই তিনজনকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহরা হলেন ওই মহল্লাহ দিনমজুর জয়নাল আবেদিনের স্ত্রী শিল্পী বেগম (২৮) তার দুই সন্তান নেওয়াজ (৮) ও নিয়ামুল (৩)।
এছাড়া গত মঙ্গলবার দ্বিতীয় বারের মতো ঘূর্ণিঝড় আঘাত হানে ক্ষেতলাল উপজেলার ৪০টি গ্রামে। এতে ঘরবাড়ী ফসলী জমির ব্যপক ক্ষয়ক্ষতি এবং গাছ-পালাসহ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে অজস্র গত কয়েকদিন যাবত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। ক্ষেতলালের তিলাবদুল এলাকায় মুরগীর সেড ভেঙ্গে ৪০ হাজার মুরগী মারা গেছে।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান বলেন, মঙ্গলবার রাত সাড়ে দশটার পর উপজেলায় প্রবল বেগে ঘূর্ণিঝড় আঘাত হানে । ঝড়ে পৌরসভার খলিশাগাড়ি মহল্লার দুই শিশু সন্তান ও মা সহ তিনজন নিহত হয়। আমি ক্ষতিগ্রস্থ কয়েকটি স্থান পরিদর্শ করেছি এলাকার ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান ঝড়ে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটির কোন অফিযোগ নেই তবে একটি জিডি গ্রহন করে তাদের দাফন করার অনুমোতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন