হোম Uncategorized চার বার নমুনা পরীক্ষার পর দেবহাটায় নারীর করোনা শনাক্ত, দশ বাড়ি লকডাউন

চার বার নমুনা পরীক্ষার পর দেবহাটায় নারীর করোনা শনাক্ত, দশ বাড়ি লকডাউন

কর্তৃক
০ মন্তব্য 66 ভিউজ

দেবহাটা প্রতিনিধি :

গত একমাস ধরে খুলনা ও ঢাকায় পর্যায়ক্রমে চারবার নমুনা পরীক্ষা করে পরপর তিনবার রিপোর্ট নেগেটিভ হলেও চতুর্থবারে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে দেবহাটার মমতাজ বেগম (৩৫) নামের এক নারীর।
তিনি দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। বর্তমানে নিজ বাড়ীতে আইসোলেশনে রয়েছেন তিনি। ঢাকার আইইডিসিআর থেকে ওই গৃহবধুর নমুনা পরীক্ষার পর বুধবার সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয় থেকে তার শরীরে করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়। পরবর্তীতে তাৎক্ষনিকভাবে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশে পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত মমতাজ বেগমের বাড়ীসহ আশপাশের দশটি বাড়ী লকডাউন ঘোষনা করা হয়েছে।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বিপ্লব মন্ডল জানান, বিগত প্রায় একমাস আগে ঢাকার গাজীপুর থাকাকালীন সময়েই মমতাজ বেগমের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। সেসময়ে ঢাকাতেই নমুনা পরীক্ষা করান তিনি। কিন্তু উপসর্গ থাকা স্বত্ত্বেও রিপোর্ট নেগেটিভ আসায় ঢাকার গাজীপুর থেকে দেবহাটার তিলকুড়াতে নিজের বাড়ীতে আসেন মমতাজ বেগম। বাড়ীতে আসার পর চলতি মাসের ১০ তারিখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে দ্বিতীয় বারের মতো নিজের নমুনা পরীক্ষা করান তিনি। কিন্তু সেবারও তার রিপোর্ট আসে নেগেটিভ।
এদিকে তার শরীরে ক্রমশ করোনা ভাইরাসের উপসর্গ বাড়তে থাকার খবর পেয়ে ১৩ মে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা আবারো মমতাজ বেগমের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করার ৫দিন পর ১৮ মে খুমেক থেকে মমতাজ বেগমের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বলে জানানো হয়। একইসাথে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ গোপনে মমতাজ বেগমের নমুনা আবারো পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে প্রেরণ করে। মুলত সেসময় থেকে বিগত প্রায় দশদিন করোনা উপসর্গ নিয়েই উন্মুক্ত অবস্থায় ছিলেন মমতাজ বেগম। আইইডিসিআরে নমুনা পরীক্ষার পর মমতাজ বেগমের শরীরে করোনা শনাক্ত হওয়ায় হঠাৎ বুধবার (২৭ মে) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে বিষয়টি সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগকে নিশ্চিত করা হয়।

দেবহাটায় ভাঙন কবলিত বেড়িবাঁধ, প্লাবিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক ও আ’লীগ নেতৃবৃন্দ

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে সীমান্তবর্তী ইছামতি নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।
বুধবার বেলা ১১টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে কোমরপুর ও নওয়াপাড়া ইউনিয়নের ভাঙনকবলিত সীমান্তবর্তী নাংলা এলাকায় প্লাবিত ও ক্ষতিগ্রস্ত জনপদ এবং বেড়িবাঁধ পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।
এসময় বেড়িবাঁধ ভাঙন ও একাধিক গ্রাম প্লাবিতের ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার সাতক্ষীরা পৌরসভার মেয়র বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতির একগুয়েমি ও স্বেচ্ছাচারিতাকে দায়ী করে ক্ষতিগ্রস্ত জনপদের মানুষ অবিলম্বে ভাঙন কবলিত এলাকা জুড়ে রিংবাধ নির্মানের জন্য সরকারের কাছে দাবী জানান।
পাশাপাশি উপজেলা পরিষদের পক্ষ থেকে পানি সম্পদ মন্ত্রী বরাবর রিংবাধের আবেদন সম্বলিত ডিও লেটার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে তুলে দেয়া হয়।
পরিদর্শনকালে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি, আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, ইউপি সদস্য মজিবর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিকালে নাংলা এলাকায় ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্লাবিত জনপদের মানুষরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন